All Category

Hotline 01307544411

All Category
  • 01307544411
  • benaroshipolly@gmail.com
  • 27-28, Purobi Cinema Hall Market, Back side of Purobi Cinema Hall, Pallabi, Dhaka, Bangladesh

Privacy Policy

“বেনারশী পল্লী” এর নিজস্ব ও গোপনীয় নীতিমালা সংক্রান্ত নোটিশঃ-
Privacy Policy/নিজস্ব ও গোপনীয় নীতিমালা:
সর্ব সাধারানের জ্ঞাতার্থেঃ
www.benaroshipolly.com এই ওয়েব সাইট টির একক মালিকানা  “বেনারশী পল্লী ডটকম” এর। এটি “বেনারশী পল্লী ডটকম” দ্বারা পরিচালিত। “বেনারশী পল্লী ডটকম” তাহার সম্মানিত গ্রাহক, কাস্টমার এবং www.benaroshipolly.com  ওয়েবসাইটের ভিজিটরসদের নিজস্ব গোপনীয়তার বিষয়ে সম্মান প্রদর্শন করেন। “বেনারশী পল্লী ডটকম” তাহার সম্মানিত ভেন্ডার, গ্রাহক, কাষ্টমার ও ব্যবহারকারীদের সুবিধার্থে এবং অত্র প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহ সকল প্রকার উন্নয়নের স্বার্থে এবং সুবিধার্থে কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর এবং আন্তর্জাতিক বিভিন্ন আইন, বিধি, বিধান ও নিয়ম কানুন বিবেচনায় রেখে যে কোন সময় যে কোন কারনে Privacy Policy/নিজস্ব ও গোপনীয় নীতিমালা  বাতিল বা রদ করত: “বেনারশী পল্লী ডটকম” এর Privacy Policy/নিজস্ব ও গোপনীয় নীতিমালা পরিবর্তন, পারিমার্জন, সংশোধন, প্রতিস্থাপন, রিভিশন ও রিভিউ করিতে পারিবে এবং 
“বেনারশী পল্লী ডটকম” এর নিজস্ব ও গোপনীয় নীতিমালা সংক্রান্ত নোটিশে www.benaroshipolly.com এই ওয়েবসাইটের সাথে বা এর মোবাইল এ্যাপ্লিকেশন এর সহিত সম্পর্কিত ভোক্তা পরিষেবাগুলি (সম্মিলিতভাবে, "পরিষেবাদি")এর সহিত সম্পর্কিত আমরা যে নিজস্ব ও গোপনীয় নীতিমালার অনুশীলন, অনুসরণ বা চর্চা করি তাহার বর্ণনা করে। অধিকন্তু অত্র পলিসিতে www.benaroshipolly.com এই প্লাটফর্মের সম্মানিত ব্যবহারকারী/গ্রাহক/সদস্য/ক্রেতা/ভেন্ডার ও ভোক্তা মহোদয়গণ সংক্রান্ত যেই সকল নিজস্ব ও প্রাতিষ্ঠানিক বর্ননা, বিষয় ও তথ্য আপনি আমাদের বরাবরে প্রদান করিয়াছেন সেই সকল বিষয় সমূহের গোপনীয়তার বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। 

www.benaroshipolly.com এই প্লাটফর্ম ব্যবহার করে এবং/অথবা “বেনারশী পল্লী ডটকম” এর সম্মানিত ব্যবহারকারী/গ্রাহক/ভেন্ডার/সদস্য ও ভোক্তা বা ক্রেতা হিসাবে নিবন্ধভুক্ত/সাইন ইন করার সঙ্গে সঙ্গে  আপনি অত্র  প্লাটফর্ম এর নিজস্ব গোপনীয়তা নীতিমালার শর্ত সমূহ গ্রহণ  করিয়াছেন এবং আপনার সংক্রান্ত যেই সকল নিজস্ব ও প্রাতিষ্ঠানিক বর্ননা, বিষয় ও তথ্য আপনি আমাদের বরাবরে প্রদান করিয়াছেন সেই সকল বিষয় সমূহের তথ্য সংরক্ষন এবং রক্ষনাবেক্ষন এবং আবশ্যকীয় ক্ষেত্রে ব্যবহারের সম্মতি আপনি “বেনারশী পল্লী ডটকম” কে প্রদান করিয়াছেন মর্মে গন্য হইবে।
এই নোটিশটি কেবল www.benaroshipolly.com “বেনারশী পল্লী ডটকম” এবং এর ব্যবহারকারী, “বেনারশী পল্লী ডটকম” এর ক্রেতা, বিক্রেতা, সদস্য, পার্টনার, বিজ্ঞাপনদাতা, এবং “বেনারশী পল্লী ডটকম” এর নিজস্ব ও সহযোগী সংগঠন বা এর সহিত কোনও সম্পর্কিত সত্তা ("অনুমোদিত") এর সহিত সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহের জন্য এই নোটিশ পোস্ট করার মাধ্যমে সংগৃহীত তথ্যের জন্য প্রযোজ্য।
“বেনারশী পল্লী ডটকম” এর নিজস্ব ও গোপনীয় নীতিমালার এই নোটিশটি কোন ভাবেই আমাদের কো-ব্র্যান্ডের সাইট বা এর নিজস্ব ও সহযোগী সংগঠন বা এর সহিত সম্পর্কিত সত্তা ("অনুমোদিত") এর গোপনীয়তা নীতি অনুশীলনের ক্ষেত্রে বা অন্য ওয়েবসাইটগুলির মাধ্যমে দেওয়া কোনও পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যেইখানে উক্ত কো-ব্র্যান্ডের সাইট বা এর নিজস্ব ও সহযোগী সংগঠন বা এর কোনও সম্পর্কিত সত্তা ("অনুমোদিত") এর আলাদা বা পৃথক নিজস্ব ও গোপনীয় নীতিমালা রহিয়াছে এবং অত্র নোটিশটি কোন ভাবেই আমাদের ব্যবসায়িক অংশীদারদের, পার্টনারদের, বিক্রেতাদের, কো-ব্র্যান্ডের সাইট সমূহ বা অন্যান্য তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতি অনুশীলনের ক্ষেত্রে বা অন্য ওয়েবসাইটগুলির মাধ্যমে দেওয়া কোনও পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

রোবট বা রোবটিক মেশিন বা ডিজিটাল ডিভাইস বা যান্ত্রিক বস্তু বা মিথ্যা ঘোষিত ব্যক্তি সংক্রান্ত নিশ্চয়তাঃ-
আমাদের সাইট ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই নিশ্চয়তা প্রদান করিতে হইবে যে, আপনি একজন মানুষ এবং আপনি কোন রোবট বা রোবটিক মেশিন বা কোন যান্ত্রিক বস্তু বা ইলেকট্রিক বা ইলেকট্রনিকস ডিভাইস বা অন্য কোন ডিভাইস বা মানুষের তৈরী কৃত্রিম মেশিন, বস্তু বা পদার্থ নয়। এমনকি আপনি কোন ফেইক বা মিথ্যা ঘোষিত ব্যক্তিও নয় বা আপনি কোন মিথ্যা তথ্য অত্র সাইট ব্যবহার করার জন্য ব্যবহার করেন নাই বা আপনি অন্য ব্যক্তির মেইল, মোবাইল নম্বর, ঠিকানা, ট্রেড লাইসেন্স, টিন নম্বর, বিন নম্বর, পাসওয়ার্ড, এন.আই.ডি, আই. ডি বা রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে অত্র সাইট ব্যবহার করছেন না বা করার চেষ্টা করছেন না । 

নিরবিচ্ছিন্ন সেবা এবং সহযোগিতা করার লক্ষ্যে এবং দেশের বিদ্যমান আইনের চাহিদার সুবিধার্থে আমরা যেভাবে তথ্য সংগ্রহ করি এবং যে সকল তথ্য সংগ্রহ করিয়া থাকি:
www.benaroshipolly.com এই প্লাটফর্ম ব্যবহার করার সময় ভেন্ডার, কাষ্টমার, গ্রাহক বা ভিজিটরস হিসাবে আপনি যে নির্দিষ্ট সাইটে বিচরন করিবেন সেই সাইট সমূহে কিছু আবশ্যকীয় এবং কিছু ঐচ্ছিক তথ্য প্রদান করার জন্য নির্দেশনা রহিয়াছে। www.benaroshipolly.com পোর্টালের যে কোন সাইটে বিচরন করাকালীণ সময়ে যে যে নির্দিষ্ট ঘর বা কলাম গুলি পুরন করার জন্য আপনাকে সক্রিয়ভাবে কিছু তথ্য জমা প্রদান করিতে হইবে এবং প্রতিটি তথ্য সংগ্রহ পয়েন্টে আপনাকে জানানো হইবে কোন কোন তথ্য আবশ্যকীয় বা একান্ত প্রয়োজনীয় এবং কোন কোন তথ্য সমূহ optional বা ঐচ্ছিক। উক্ত তথ্য সমূহের মধ্যে কিছু তথ্য আপনার ব্যক্তিগত (তথ্য যা আপনার সাথে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায়, যেমন আপনার পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি) হইতে পারে এবং কিছু তথ্য আপনার প্রতিষ্ঠান সম্পর্কিত হইতে পারে। আবার কিছু তথ্য আপনি বা আপনার প্রতিষ্ঠান কোন ব্যাংক বা ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের মাধ্যমে “বেনারশী পল্লী ডটকম” এর সাথে বা “বেনারশী পল্লী ডটকম” এর সম্মানিত ভেন্ডার, কাষ্টমার বা গ্রাহকদের সহিত পন্য বা পন্য ও সেবা সংক্রান্ত আর্থিক লেনদেন পরিচালনা করিবেন উক্ত বিষয়ে হইতে পারে।উক্ত তথ্য সংগ্রহ পয়েন্ট সমূহে তথ্য প্রদানের মাধ্যমে আপনারা যে তথ্য আমাদেরকে সরবরাহ করেন উক্তভাবেই আমরা তথ্য সরবরাহ করি।  
“বেনারশী পল্লী ডটকম” এর সম্মানিত সুবিধাভোগী/ব্যবহারকারী/গ্রাহক/ভেন্ডার/সদস্য/ভোক্তা/ক্রেতা/নিবন্ধভুক্ত/সাইন ইন কৃত ব্যক্তি হিসাবে আমরা আপনার ও আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যেই সকল ব্যক্তিগত তথ্য ও উপাত্ত সংগ্রহ ও সংরক্ষন করি বা করিতে পারি তাহার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, যথা: আপনার বা আপনার প্রতিষ্ঠানের নাম, www.benaroshipolly.com প্লাটফর্ম ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড, ই-মেইল নম্বর ও ইমেইল ঠিকানা এবং প্রদত্ত ই- মেইল তথ্য, মোবাইল নম্বর ও তথ্য, টেলিফোন নম্বর, এন.আই.ডি নম্বর, আই. ডি নম্বর, পাসপোর্ট নম্বর, কুরিয়ার বা ডাক এর জন্য আপনার ডেস্টিনেশন, শিপিং এবং বিলিং ঠিকানা, সামাজিক যোগাযোগের বা ডিজিটাল প্লাটফর্মে প্রাপ্ত আবশ্যকীয় তথ্য বা ডাটা, আপনার দেওয়া যোগাযোগের তথ্য, প্রতিনিধি বা বন্ধুগণের নাম ও ঠিকানা, ছবি, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ  যাহা আপনি আমাদের কে প্রদান করিয়াছেন। আমাদের বরাবরে আপনার পাঠানো ছবি, অর্থ প্রদানের তথ্য বিকাশ, নগদ, ইউপে, ডেবিট বা ক্রেডিট কার্ড নম্বর বা অনলাইন পেমেন্ট পরিষেবার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ আপনার প্রদত্ত আবশ্যকীয় তথ্য সমূহ এবং আপনার রিভিউ তথ্য রেটিং, সদস্য নম্বর, আপনি যে সকল পণ্যগুলি ক্রয় করেছেন বা পছন্দ করেছেন এবং পছন্দসই হিসেবে বেছে নিতে পারেন এবং শেয়ার করতে পারেন, গুগল সার্সে পাওয়া আপনার তথ্য ও ইতিহাস, লোকেশন ট্রেস ও আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য এবং অবস্থানের তথ্য, যে ডিভাইস সমূহ থেকে আপনি পরিষেবাগুলি ভোগ করিয়া থাকেন বা অত্র প্লাটফর্ম ব্যবহার করিয়া থাকেন বা যোগাযোগ করিয়া থাকেন সেই ডিভাইসের তথ্য, আপনার আইপি ঠিকানা, আইপি সার্ভারের অবস্থান, ডিভাইস আইডি, ডিভাইসের ধরন ও রকম, ওয়াই-ফাই সংযোগ সংক্রান্ত তথ্য, জিও-লোকেশন ডেটা, প্রোডাক্ট সার্চ এর তথ্য,  ব্রাউজ এবং ব্রাউজারের ধরন এবং ব্যবহৃত অপারেটিং সিস্টেম, তারিখ এবং সময় যখন আপনি পরিষেবাগুলি অ্যাক্সেস ও গ্রহণ করেন, যে পৃষ্ঠাগুলি আপনি পরিদর্শন করেন এবং যদি আপনি অন্য ওয়েবসাইট থেকে পরিষেবাগুলিতে আসেন, সেই ওয়েবসাইটের ঠিকানা, আমাদের বিভিন্ন সময়কার অনলাইন জরিপে অংশগ্রহণ, প্রচার, প্রতিযোগিতা এবং আমাদের পরিষেবার মাধ্যমে ভোগকৃত অন্যান্য অফার এর সহিত আপনার সংশ্লিষ্ট তথ্য এবং আপনার প্রদত্ত তথ্যের সঠিকতা নিরুপনের লক্ষ্যে বা আন্যান্য আবশ্যকীয় আইনানুগ কারনে  যাছাই করার নিমিত্তে যে তথ্য সমূহ তৃতীয় পক্ষের সহিত যাছাই বাছাই পূর্বক আমরা যে তথ্য সমূহ লাভ করিতে পারি সেই তথ্য সমূহ। 

যে উদ্দ্যেশ্যে উহা ব্যবহৃত হইতে পারে:
আমাদের সম্মানিত সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের কাছ থেকে যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য আমরা সংগ্রহ করি তাহা আমরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, যেমন: ব্যবসায়িক উদ্দ্যেশ্যে বা ক্রয় বা বিক্রয় আদেশ বাস্তবায়ন করার উদ্দ্যেশ্যে, পন্য এবং পরিষেবা প্রদান এবং প্রক্রিয়াকরণের উদ্দ্যেশে (যেমন পন্য শিপমেন্টের উদ্দ্যেশ্যে), অ্যাকাউন্ট প্রতিষ্ঠা ও পরিচালনা করার উদ্দ্যেশে বা সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের যে কোন দাবী, পাওনা বা অভিযোগ বা অনুসন্ধানের নিষ্পত্তির উদ্দ্যেশ্যে, আমাদের পরিসেবা প্রদানের পদ্ধতি, ধরন ও রকম এবং পণ্যের বিষয়ে এবং আমাদের সেবা এবং পন্যের সহিত সশ্লিষ্ট অন্যান্যদের সেবা এবং পন্যের তুলনামূলক পার্থক্য এবং উক্ত পন্য এবং সেবার সহিত অন্যের প্রদত্ত সেবা এবং পন্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বিষয়ক তথ্য প্রদানের উদ্দেশ্যে বা কোন বিশেষ প্রতিযোগিতা বা ইভেন্ট বা প্রোগ্রাম বা সমীক্ষা এর জন্য বা যে কোন বিশেষ বা সাধারন বা অন্যান্য অফার বা বিজ্ঞাপন বা  প্রচারগুলির জন্য এবং উক্ত বিষয়ে আপনার অংশগ্রহণ সম্পর্কে যোগাযোগ করার জন্য বা আমাদের পোর্টাল বা  ব্লগ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে আমাদের এবং ভেন্ডার বা পার্টনার বা সম্মানিত গ্রাহকদের সহিত যোগাযোগ স্থাপন করার জন্য বা আমাদের কোন নতুন পণ্য বা পরিষেবার উন্নয়ন, সম্ভাব্য নতুন গ্রাহকদের চিহ্নিত করন, বিজ্ঞাপন, বিপণন প্রচার এবং আমাদের নতুন পরিষেবার অন্যান্য দিকগুলির কার্যকারিতা বিশ্লেষণ করার এবং উক্ত বিষয় সমূহের সহিত আপনাকে পরিচিত করার লক্ষ্যে যে, কোন প্রকার এনালগ, ভার্চুয়াল বা ডিজিটাল যোগাযোগ বা অন্যান্য পদ্ধতিতে যোগাযোগ স্থাপনের জণ্য; বা আমাদের সম্মানিত বিক্রেতা, সরবরাহকারী, উৎপাদক, আমদানীকারক, গ্রাহক, ব্যবহারকারী, পার্টনার, বিজ্ঞাপনদাতাগণের জন্য নিজস্ব প্রোফাইল তৈরি করার জন্য; বা ভোক্তা সাধারনের অধিকার বৃদ্ধি, আধুনিক ব্যবসাবান্ধব পলিসি গ্রহণ, বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অনলাইন মার্কেটিংয়ে আমাদের অবস্থানকে মজবুত করার জন্য গবেষনা, বাজার প্রবণতা বিশ্লেষন যাছাই বাছাই, জনগণের চিন্তা এবং আধুনিক বিশ্ব বাজার ও অনলাইন বাজা বিষয়ক তাহাদের বিশ্লেষন এবং আর্থিক বিশ্লেষণ সহ সমকালনী ডেটা বিশ্লেষণ করা এবং সম্মানিত বিক্রেতা, সরবরাহকারী, উৎপাদক, আমদানীকারক, গ্রাহক, ব্যবহারকারী, পার্টনার, বিজ্ঞাপনদাতাগণের অধিকার, পন্য ও সেবার বিরুদ্ধে যে কোন প্রকার  জালিয়াতি বা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের নিমিত্তে ব্যবহারের জন্য। 
ভিন্নরুপ কিছু উল্ল্যেখ না থাকিলে এই পোর্টালের মাধ্যমে আপনার দেওয়া তথ্য আমরা নিম্নলিখিত উদ্দ্যেশ্যেও ব্যবহার করতে পারি, যথা: অত্র পোর্টালের বিষয়বস্তু উন্নত করতে, আপনার পছন্দ অনুসারে পোর্টালটিকে কাস্টমাইজ করতে, আপনার কাছে তথ্য যোগাযোগ করতে; অভ্যন্তরীণ এবং রপ্তানী সংক্রান্ত বিপণন কাজের জন্য কিংবা অনলাইন বাজার বিন্যাস এবং সহজীকরনের বিষয়ে গবেষণার উদ্দেশ্যে এবং এই গোপনীয়তা নীতিতে উল্লেখিত উদ্দেশ্য সমূহের জন্য।
অত্র পোর্টালের মাধ্যমে আপনার দেওয়া কোনো তথ্য আমরা কোন তৃতীয় পক্ষ বা পক্ষ বা অন্য সরকারি দপ্তরের নিকট প্রকাশ করি না, 
1 যদি না আপনার ক্রয় বা বিক্রয় আদেশ বা দাবী, অভিযোগ বা আপত্তি বা পাওনা বা পন্য বিক্রয়ের জন্য আমাদের পরিষেবার দায়বদ্ধতাগুলি পূরণ করার জন্য এই ধরনের প্রকাশ প্রয়োজন হয়; সেইক্ষেত্রে আমরা এই ধরনের তৃতীয় পক্ষগণ কে কেবল সেবা প্রদান করার জন্য আপনার সার্বিক গোপনীয়তা নীতি রক্ষা করিয়া এবং তৃতীয় পক্ষগণ কর্তৃকও আপনাদের গোপনীয়তা রক্ষা করিয়া আমাদের গোপনীয়তা নীতি অনুসারে কাজ করার জন্য এবং এবং আমাদের গোপনীয়তানীতি মান্য করে আপনাদের সাথে আচরণ করতে নির্দেশ প্রদান করি।
2. যদি না উক্ত তথ্য দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক বা আদালতের আদেশ মোতাবেক বা সরকারী বিধান বা নিয়ম মোতাবেক আমরা দিতে বাধ্য হই বা আইন অনুযায়ী আবশ্যক হয় (উদাহরণস্বরূপ অপরাধ প্রতিরোধ বা সনাক্তকরণ বা মানী লন্ডারিং বা ভোক্তা অধিকার রক্ষা ইত্যাদি)।
ওয়েব ব্যবহারের পরিসংখ্যানঃ
আমাদের ওয়েব পোর্টাল এর ব্যবহার এবং পরিসংখ্যান বিশ্লেষণ করতে আমরা আমাদের ওয়েব সার্ভার দ্বারা উৎপন্ন লগ ফাইল ব্যবহার করি। কিন্তু উক্ত লগ ফাইলগুলি কারো কোন ব্যক্তিগত তথ্য চিহ্নিত বা সনাক্ত করতে ব্যবহৃত হয় না। লগ ফাইল বিশ্লেষণ আমাদের ওয়েব পোর্টালের ব্যবহারের ধরন বুঝতে এবং আমাদের ওয়েব পোর্টালের সেবার মান উন্নতি করতে সাহায্য করে।
ব্যক্তিগত তথ্যের হালনাগাদ করন এবং সংশোধন:
অত্র ওয়েব পোর্টালের মাধ্যমে আমাদের নিকট আপনার জমাদানকৃত তথ্য সমূহ হালনাগাদ করন ও সংশোধন করন যাহাতে আপনার বা আপনার প্রতিষ্ঠানের বা আপনার বিক্রয় বা ক্রয়কৃত পন্যের পূর্ণাঙ্গ হাল নাগাদ তথ্য বা বিদ্যমান ক্রয় আদেশ বা ক্রয়াদেশকৃত পন্য এবং পণ্যের অবস্থা বা অবস্থান বা  অভিযোগ/আপত্তি/দাবী/পাওনা বা যোগাযোগের ঠিকানা বা লেনদেন করার জন্য আবশ্যকীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নাম বা উপরোক্ত বিষয়ে বা অন্যান্য আবশ্যকীয় বিষয়ে সমূদ হালনাগাদ তথ্য  পাওয়ার নিমিত্তে বা পুরানো তথ্য সংশোধন করার জন্য আমাদের আইনি বাধ্যবাধকতা অনুসারে আমরা সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করব।
অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক
এই পোর্টালে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক এবং রেফারেন্স রয়েছে। এই গোপনীয়তা নীতি অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক সমূহের ক্ষেত্রে বা বিপরীতে প্রযোজ্য নয়। তাই এই পোর্টালের সহিত লিঙ্ককৃত অন্যান্য ওয়েবসাইট সমূহের গোপনীয়তা নীতিমালা পাঠ করিয়া ও উহা যাছাই বাছাই করিয়া উক্ত লিঙ্ক সমূহকে পরিদর্শন করার জন্য আপনাকে অনুরোধ করা হইল। কারন উক্ত ওয়েব সাইটের জন্য অত্র পোর্টাল কোনভাবেই দায়ী হইবে না।
“Cookies”
“Cookies” হল ওয়েব সার্ভার থেকে পাঠানো এক ধরনের ছোট identifiers যাহা কখনও কখনও গ্রাহকের ব্যবহৃত তথ্য সংগ্রহ বা চিহ্নিত বা ট্র্যাকিং করতে ব্যবহৃত হয়। যাতে ওয়েবসাইটগুলিতে ইন্টারঅ্যাকশনের সময় আপনার ব্রাউজার সনাক্ত করা যায় অথবা আপনার ব্রাউজারে তথ্য বা সেটিংস সংরক্ষণ করা যায়। একটি "ওয়েব বীকন" যা ইন্টারনেট ট্যাগ, পিক্সেল ট্যাগ বা ক্লিয়ার জিআইএফ নামেও পরিচিত, ওয়েব সার্ভার এবং তাদের কুকিজের সাথে ওয়েব পেজ লিঙ্ক করে এবং কুকিজের মাধ্যমে সংগৃহীত তথ্য আবার ওয়েব সার্ভারে প্রেরণ করতে ব্যবহার করা যায়। অত্র প্লাটফর্ম থেকে আপনার বরাবরে পাঠানো ইমেইলগুলো দেখা হয়েছে কিনা বা কাজ করেছি কিনা তা জানাতে সাধারনত ওয়েব বীকন ব্যবহার করা যেতে পারে। তদতিরিক্তও আমরা অত্র প্লাটফর্মের সুবিধার্থ কতিপয় তৃতীয় পক্ষকে তাহাদের বিশ্লেষণ পরিষেবা প্রদানকারী সহ কুকি, ওয়েব বীকন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস এবং অন্যান্য ট্র্যাকিং টুলস ব্যবহার করার অনুমতি দিয়ে থাকি। অধিকন্তু আমাদের বিজ্ঞাপন বিভাগের বর্ণিত বিজ্ঞাপনের উদ্দেশ্যেও আমরা তৃতীয় পক্ষ কর্তৃক কুকি, ওয়েব বীকন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস এবং অন্যান্য ট্র্যাকিং টুলস বা সরঞ্জাম থেকে প্রাপ্ত ডেটা ব্যবহার করার অনুমতি দিয়ে থাকি। এই তৃতীয় পক্ষগণ যখন আপনি বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ডিভাইস এর মাধ্যমে আমাদের পরিষেবা বা তৃতীয় পক্ষের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেন তখন তথ্য সংগ্রহ করতে পারে অথবা আমাদের অনলাইন কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করতে পারে এবং উক্ত তথ্য আমাদের বিজ্ঞাপন প্রদর্শন করার জন্য ব্যবহার করতে পারে।

নিরাপত্তা সংক্রান্ত:
আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে (অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই) সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের প্রেরিত এবং তাহাদের জমা দেওয়া যেকোনো তথ্য আইন অনুযায়ী রক্ষা করার জন্য এবং উক্ত তথ্য সমূহের ক্ষতি, অপব্যবহার এবং অননুমোদিত অ্যাক্সেস, প্রকাশ, পরিবর্তন বা ধ্বংসের বিরুদ্ধে এবং উক্ত তথ্য সমূহকে রক্ষা করার জন্য আমরা  সর্বাত্মক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করি এবং সাধ্যমত সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ নিয়ে থাকি। এই প্রচেষ্টা সত্ত্বেও, আমরা যে নেটওয়ার্ক, সিস্টেম, সার্ভার, ডিভাইস এবং ডেটাবেসগুলি পরিচালনা করি বা আমাদের পক্ষ থেকে পরিচালিত হয় তাহার পূর্ণনিরাপত্তার নিশ্চয়তা কখনোই দিতে পারি না। কিন্তু সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণ কর্তৃক অত্র পোর্টালে ব্যবহৃত পাসওয়ার্ড, ব্যবহারকারীর আইডি নম্বর, বা অন্যান্য বিশেষ অ্যাক্সেস বৈশিষ্ট্যগুলি যাহা সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণ ব্যবহার করেন, সেইগুলিকে সুরক্ষিত করার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার  ও পদক্ষেপ গ্রহণ করার জন্য সদা সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হইল। কারন উহার রক্ষা এবং উহার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব হইল সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের। আপনার ইউজার আইনেডটিফিকেশন নম্বর ও নাম, পাসওয়ার্ড, অ্যাকাউন্টের বিবরণ এবং অ্যাকাউন্টের সহিত সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি সম্পূর্ণভাবে দায়বদ্ধ৷ আপনি এত্র সাইটে পরিভ্রমন করা সাথে সাথেই এই নিশ্চয়তা দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট এবং এর সহিত সম্পর্কিত বিশদ তথ্য সমূহকে সর্বদা সুরক্ষিতভাবে রক্ষণাবেক্ষণ করার এবং আপনার অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আপনি প্রতিনিয়ত নিচ্ছেন। আপনার যদি বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে বা পাসওয়ার্ডটি অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি অনতিবিলম্বে বিষয়টি আমাদেরকে জানাবেন। অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে আপনি আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে, আপনার একাউন্ট ব্যবহার করে অত্র সাইট এবং তৎ সম্পর্কিত পরিষেবাগুলির যে কোনও ব্যবহার এবং/অথবা আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করা বা ব্যক্তিগত তথ্য, ডেটা বা যোগাযোগ এর বা যে কোনও অ্যাক্সেস আপনার দ্বারাই সম্পাদিত বা আপনার দ্বারা অনুমোদিত ব্যক্তি দ্বারাই সম্পন্ন হচ্ছে। আপনার একাউন্ট ব্যবহার করে অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে অঙ্গীকার করিতেছেন যে, অত্র সাইট পরিভ্রমনের সময়ে আপনার একাউন্ট/সাইন ইন/লগইন এর মাধ্যমে (সেই অ্যাক্সেস বা ব্যবহার আপনার দ্বারা অনুমোদিত হোক বা না হোক)প্রদত্ত যে কোন তথ্য বা ডাটা বা এক্সসেজ বা তৎ সংক্রান্ত সমূদয় কাজের জন্য আপনি নিজেই দায়বদ্ধ এবং আপনি আরো স্বীকার ও অঙ্গীকার করিতেছেন যে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সাইটের ব্যবহার বা অ্যাক্সেস থেকে উদ্ভূত যে কোনও বা সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে আপনি আইনত বাধ্য।