All Category

Hotline 01307544411

All Category
  • 01307544411
  • benaroshipolly@gmail.com
  • 27-28, Purobi Cinema Hall Market, Back side of Purobi Cinema Hall, Pallabi, Dhaka, Bangladesh

Chundri Print Cotton Collection -2020 wholesale

0
0 Reviews

Cotton Chundri Print Shirt

1900.00
Quantity:

Cotton Chundri Print Shirt

Chundri Chiffon Dupatta with Tarcle

Plan Cotton Trouser

Unstich 3pcs

Name Chundri Print Cotton Collection -2020 wholesale
SKU 00000114
Categories False Lash, Petikot,

রিফান্ড পলিসিঃ

· নিম্নলিখিত কারনে ও সময়ে ভেন্ডার কর্তৃক ক্রেতা বরাবরে ক্রয়াদেশকৃত পণ্যের পরিশোধিত সমূদয় মূল্য রিফান্ড করার প্রসেস শুরু হবে, যথাঃ-

) যদি ক্রয়াদেশকৃত পন্য ক্রেতা বা গ্রাহক বরাবরে ডেলিভারী বা হস্তান্তরের পূর্বে ক্রেতা উক্ত ক্রয় আদেশ কে বাতিল করে দেন, তবে সেক্ষেত্রে ডেলিভারীর জন্য প্রদত্ত পন্যের অবস্থান ও উহা “বেনারশী পল্লী” এর নিকট ফেরৎ আসার সময় বিবেচনা করে রিফান্ডের সময় নির্ধারিত হবে এবং এক্ষেত্রে পন্যের শিপিং/ডেলিভারী চার্জ ক্রেতাকেই বহন করতে হবে এবং ক্ত চার্জ রিফান্ডযোগ্য নয়;

) যদি ক্রেতা পন্যের রিপ্লেসমেন্ট গ্রহণ করতে আগ্রহী না হন;

গ) যদি গ্রাহক কর্তৃক (আন্তঃ সীমান্ত (Cross border) অর্থাৎ বাংলাদেশ থেকে অন্যদেশে পন্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রয়াদেশকৃত পন্যের গ্রাহক ব্যতীত অন্যান্য গ্রাহক কর্তৃক) সম্পূর্ণ পন্য মূল্য পরিশোধ করার পরও ভেন্ডার ক্রয়াদেশকৃত/রিপ্লেসমেন্টকৃত পন্য স্টকের স্বল্পতার বা অন্য কোন কারনে ডেলিভারীর জন্য নির্ধারিত সময়ের মধ্যে (FORCE MAJURE/সরকারী কর্তৃপক্ষের নির্দেশনা/কর্তৃপক্ষের বাধা/হরতাল/ধর্মঘট/লকডাউন/রাজনৈতিক অরাজকতা/মাৎস্য ন্যায় ইত্যাদি ব্যতীত) ক্রেতা বা গ্রাহক বরাবরে সরবরাহ করতে ব্যর্থ ন তবে ক্রয় আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং এক্ষেত্রে ডেলিভারীর জন্য নির্ধারিত সময়ের পরে রিফান্ড প্রসেস শুরু হবে এবং 48 ঘন্টার মধ্যে ক্রেতাকে ফোন, এসএমএস, -মেইল বা বিকল্প মাধ্যমে উহা অবহিত করতে হবে এবং ডেলিভারী ম্যান বা ডেলিভারী সংস্থার রিপোর্ট এবংবেনারশী পল্লীএর নিজস্ব টিমের পরীক্ষান্তে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ক্রেতার পরিশোধিত পন্য মূল্য দ্রুত ক্রেতা বরাবরে রিফান্ড করতে হবে

ঘ) যদি গ্রাহক/ক্রেতা/তাহার প্রতিনিধি কর্তৃক পন্য রিসিভ করার সময় বা রিসিভ করার পর তাদের অবহেলা, ভুল বা ক্ষতিকর কাজ দ্বারা পন্যটির কোন ক্ষতি সাধিত হয় তাহলে রিফান্ড এর কোন দাবী গ্রহণীয় নয়।

ঙ)বেনারশী পল্লী এর নিজস্ব টিম কর্তৃক রিফান্ড দাবী এবং পন্য উভয় বিষয়ে যাছাই এবং পরীক্ষান্তে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে রিফান্ড এর দাবীর নিষ্পত্তি করা হবে।

চ) পেমেন্ট গেটওয়ে/বিকাশ/নগদ/ইউ-পে/ভিসা/মাষ্টার কার্ড/ডেভিট/ক্রেডিক কার্ড/মোবাইল ব্যাংকিং বা অন্যকোন ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে ক্রয়াদশেকৃত পন্যমূল্য পরিশোধের বিপরীতে ভেন্ডার কর্তৃক রিফান্ড করার জন্য বাংক/ফাইনান্সিয়াল কোম্পানী/পেমেন্ট গেটওয়ে সমূহের রিফান্ড করার জন্য যে নির্ধারিত সময় আবশ্যক তাহা গ্রাহককে বিবেচনা করতে হবে। অধিকন্তু হরতাল/লকডাউন/সাটডাউন/রিচার্জ পয়েন্ট বন্ধ থাকার সময় ও ক্রেতা বা গ্রাহককে বিবেচনা করতে হবে।

ছ) অধিকন্তু সরকার বা কোন সরকারী প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংক বা কোন সরকারী এজেন্সী কর্তৃক কোন বাধা বা নিষেধ আরোপ করা হলে উক্ত বাধা আরোপকৃত সময় ও ক্রেতা বা গ্রাহককে বিবেচনা করতে হবে।

জ) ক্রেতা কর্তৃক ভিন্নরুপ কোন দাবী বা অনুরোধ না থাকলে যে চ্যানেলে বা পদ্ধতিতে ক্রেতা পন্য মূল্য পরিশোধ করেছেন সেই চ্যানেলে বা পদ্ধতিতে গ্রাহক বরাবরে রিফান্ড করা যেতে পারে।

ঝ) ডেলিভারী পন্য ফেরৎ আসার সময়, “বেনারশী পল্লী” এর নিজস্ব টিম কর্তৃক রিফান্ড দাবীর বিষয়ে প্রতিবেদন দাখিল বা বাংক/ফাইনান্সিয়াল কোম্পানী/পেমেন্ট গেটওয়ে সমূহের রিফান্ড করার জন্য নির্ধারিত সময় বা হরতাল/লকডাউন/সাট ডাউন/রিচার্জ পয়েন্ট বন্ধ থাকার সময় বাদ দিয়ে পরবর্তী সর্ব্বোচ্চ 10 (দশ) কার্য্য দবিসের মধ্যে রিফান্ড দাবী নিষ্পত্তি করতে হবে। ****** বিস্তারিত জানতে ক্লিক করুন।

নোটঃ

* ক্রয়াদেশকৃত পন্য গ্রাহক কর্তৃক পূর্ণ সন্তুষ্টিতে গ্রহণ/রিসিভ করার পর‌ রিফান্ড এর কোন দাবী/অভিযোগ গ্রহণ করা হবে না।

* রিফান্ড প্রসেস চলমান থাকাবস্থায় ক্রেতা আগ্রহী হলে রিপ্লেসমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন বা ক্রয়াদেশ পরিবর্তন করতে পারবেন।



Return/Exchange Policy: 
* Ordered products can be exchanged or replaced subject to availability of the goods under the following terms and conditions:
* If the the ordered good's check out at the time of taking delivery from the delivery man and also it is returned  instantly to the delivery man subject to finding out the defect of the products and also refused to accept the products from the delivery man.

রিটার্নস / এক্সচেঞ্জ পলিসিঃ
• ক্রয়াদেশকৃত পণ্যের রিপ্লেসমেন্ট উক্ত পণ্যের পর্য্যাপ্ততা সাপেক্ষে নিম্ন লিখিত শর্তের আলোকে গ্রহনীয় হবে. যথাঃ
• যদি ক্রয়াদেশকৃত পন্যটি ডেলিভারী ম্যান কর্তৃক গ্রাহক বরাবরে হস্তান্তরের সময় গ্রাহক উহা চেক করেন এবং সাথে সাথে ত্রটিপূর্ণ পন্যটি ডেলিভারী ম্যান বরাবরে ফেরৎ পাঠান এবং গ্রহণ না করেন এবং
• যদি উক্ত ক্রয়াদেশকৃত পন্যটি ভেন্ডার বা ম্যানুফাকচারার এর কারনে নষ্ট/ত্রুটিযুক্ত/ক্ষতিগ্রস্থ হিসাবে দেখতে পান বা অত্র  ডিজিটাল প্লাটফর্মে উল্ল্যেখিত পন্যটির বর্ণনার সহিত বাস্তব অসামঞ্জস্যপূর্ণতা থাকে এবং 
• যদি উক্ত ত্রুটি ধরা পরার সাথে সাথে “বেনারশী পল্লী” এর সেলস সেন্টার এ গ্রাহক কর্তৃক সরাসরি ভিডিও/লাইভ চ্যাট এর মাধ্যমে বা পন্য রিসিভ করা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে সরাসরি মোবাইল বা ফোন (পন্য ডেলিভারী ম্যান হতে রিসিভ করার সময় ত্রটি পাওয়া গিয়াছে তৎসংক্রান্ত ভিডিও ক্লিপ সহ মেইল করা) করার মাধ্যমে রিপ্লেসমেন্ট এর অভিযোগটি আনয়ন করেন এবং    রিপ্লেসমেন্ট সংক্রান্ত অভিযোগ ফরম পূরণ করে মেইল করেন।
• যদি উক্ত পন্যটি ক্রেতা বা গ্রাহক হতে অব্যবহৃত, অধৈত, অক্ষত, ত্রুটিহীন এবং ইনটেক্ট অবস্থায় অরিজিনাল ট্যাগ, রশিদ, ওয়ারেন্টি কার্ড, কমিশন বা অন্যান্য আবশ্যকীয় ডকুমেন্টস সম্বলিত থাকে এবং পন্যটি প্রস্তুতকারী, বিক্রেতার এবং “বেনারশী পল্লী” এর অরিজিনাল এবং অক্ষত প্যাকেজ বা প্যাকেট বা বক্স সহ ফেরৎ আসে। অন্যথায় রিপ্লেসমেন্ট দাবী গ্রহনীয় নয়।
• রিপ্লেসমন্টে সময় হিসাব করার ক্ষেত্রে পন্য ডেলিভারী করার জন্য যে সময় আবশ্যক সেই সকল শর্ত ও সময় প্রযোজ্য হবে। 
• ক্রয়াদেশের সময় যে কমিশন/ডিসকাউন্ট/প্রমোশন সহ অন্যান্য সুবিধা গ্রাহক প্রাপ্ত হইয়াছেন উক্ত সুবিধা কোনভাবেই একাধিকবার (রিপ্লেসমেন্ট এর সময় পুনঃরায়) প্রাপ্ত হবেন না। 
• পন্যের ক্যাটাগরী, মূল্য ও ধরন ভেদে সমকালীন প্রদত্ত সুবিধাদীর শর্ত সমূহ রিপ্লেসমেন্ট এর পন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
• “বেনারশী পল্লী” এর নিজস্ব টিম কর্তৃক অভিযোগ এবং পন্য উভয় বিষয়ে যাছাই এবং পরীক্ষান্তে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে রিপ্লেসমেন্ট এর দাবীর নিষ্পত্তি করা হবে। 
• ইনার আইটেম এর বিপরীতে রিপ্লেসমেন্ট এর দাবী গ্রহনীয় নয়।
• ক্রয়াদেশকৃত পন্য গ্রাহক কর্তৃক পূর্ণ সন্তুষ্টিতে গ্রহণ/রিসিভ করার পর রিপ্লেসমেন্ট এর কোন দাবী/অভিযোগ গ্রহনীয় নয়। 
• ক্রেতার ভুল বা বিলম্বের কারনে রিপ্লেসমেন্ট দাবী গ্রহনীয় না হলে এর দায় কোনভাবেই “বেনারশী পল্লী” বা অত্র ডিজিটাল প্লাটফর্মের ভেন্ডারদের উপর বর্তাবে না। ****** রিপ্লেসমেন্ট পলিসির বিস্তারিত জানতে ক্লিক করুন।
 ডিসক্লেইমার / নোটঃ
• কেবলমাত্র সাইজ বা আকারের ক্ষেত্র ব্যতীত) পন্য রিসিভ করার 24 ঘন্টা পরে আনীত রিপ্লেসমেন্ট এর কোন দাবী/পন্যের রং বা উজ্জ্বলতার ক্ষেত্রে ছবির রেজুলেশন, ডিসপ্লে, মনিটর বা আলোর স্বল্পতা/পর্য্যাপ্ততার কারণে কম/বেশী তারতম্য বা ভিন্নতা দেখা দিলে রিপ্লেসমেন্ট এর দাবী বা পন্যের আকার মাপের ক্ষেত্রে যৌক্তিক কম/বেশী (1 - 5 সেঃমি) ভিন্ন হওয়ার ক্ষেত্রে রিপ্লেসমেন্ট এর    কোন দাবী গ্রহনীয় নয়।
• গ্রাহক-বিক্রেতা-ডেলিভারীম্যান ও বেনারশী পল্লী সহ সকলের কাজের স্বচ্ছতার সুবিধার্থে পন্যটির প্যাকেট গ্রাহক কর্তৃক না খুলে ডেলিভারীম্যান কর্তৃক উক্ত পন্যটির প্যাকেট খোলার জন্য অনুরোধ করা হল এবং পন্যটির প্যাকেট খোলার সময় ডেলিভারী ম্যান সহ পন্যটির একাধিক ছবি/ভিডিও ক্লিপ নিজ সংগ্রহে রাখার এবং পন্যের রিপ্লেসমেন্ট এর আবশ্যক হলে (অভিযোগ এর সহিত ছবি/ভিডিও    ক্লিপ সহ মেইল/ম্যাসেন্জার/হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠাতে হবে) পন্যটি সাথে সাথে বেনারশী পল্লী বরাবরে প্রেরণ করার জণ্য ডেলিভারীম ম্যান এর নিকট ফেরৎ পাঠানোর জন্য সবিনয় অনুরোধ করা হল।


0 review for Chundri Print Cotton Collection -2020 wholesale

ADD_REVIEW

PLEASE_LOGIN_TO_WRITE_REVIEW